Model Test

Below is a computer generated random model test for BCS Preliminary Examination. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control. Each question has 36 seconds to answer.

1.  ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী-
2. অভাগা যদ্যাপি যায় সাগর শুকায়ে যায় "এটা কার উক্তি?
3. কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই-
4. ব্যাকের তিন টি গুণ কী কী?
5.  ‘গৃহ’ এর সমার্থক শব্দ নয়-
6. উপকারীর অপকার করে যে-
7.  ব্যাকরণ শব্দটির কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
8. সর্বভূতে ধন দাও।‘সর্বভূতে’ কোন কারকে কোন বিভক্তি?
9. সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি?
10. 'যা নিন্দার যোগ্য নয়'_
11. ’লুঙ্গি’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত ?
12. .জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
13. ‘অপকার করার ইচ্ছা’-
14. রূপসী বাংলার কবি-
15. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা -
16. ফণিমনসা- কাব্যের রচয়িতা কে?
17. "পাথুরে কয়লা হীরার সবর্ণ না হলেও সগোত্র।"উক্তিটি কার?
18. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
19. কোন প্রবন্ধটির রচয়িতা এস, ওয়াজেদ আলী?
20. সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভাল হয়ে চলি-এ চরণদ্ধয়ের লেখক-
21. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
22. তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প। এই কথাটি কার লেখাতে এসেছে? 
23. বিবর শব্দটির অর্থ কী?
24. কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে?
25. সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। রচয়িতা কে?'রূপলাগি অখিঁ ঝুরে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর' রচয়িতা কে?
26.  ‘সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ-রমণী কোন ভেদাভেদ নেই’। কবিতাংশটির রচয়িতা কে?
27. ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন-
28. সমার্থক শব্দ ব্যবহার করলে-
29. ‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো’- কবিতাংশটি কার রচনা?
30. বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন-
31. ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্ল্যাসিক মর্যাদা লাভ করেছে?
32. ‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
33. " আশায় বসতি " কার রচনা ?
34.  ‘তোমাকে দেখব বলে যতোবারই চোখ খুলতে বাইছি ততোবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে।’ উক্তিটি কার?
35. কোন শব্দ যুগল সমার্থক নয়?
36. বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’-
37. হিমশৈল পানিতে ভাসে কেন ?
38. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
39. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে ?
40. অগ্নি নির্বাপক গ্যাস
41. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒
42. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
43. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
44. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
45. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
46. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
47. খাদ্য তৈরিতে সাহায্য করে কোনটি?
48. বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
49. .জারন বিক্রিয়ায় ঘটে -
50. দুধে থাকে-
51. বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
52. শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে?
53. একটি ১০ ফুট দৈর্ঘ্য বাই ৬ ফুট প্রস্থ বাংলাদেশের পতাকার কেন্দ্রের লাল বৃত্তের ব্যাসার্ধ কত?
54. সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
55. ময়মনসিংহ এর গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্থির প্রকৃত নাম
56. বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?
57. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
58. বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি ?
59. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?
60. বাংলাদেশের কয়টি জেলায় কোন রাষ্ট্রীয় বনভূমি নেই?
61. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
62. অভ্যন্তরীন কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?
63. সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
64. বাংলাদেশের জাতীয় পতাকার মূল রূপকার কে?
65. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?
66. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়?
67. মূল সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?
68. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
69. বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল রয়েছে?
70. "সংগ্রাম" এর চিত্রকর কে?
71. পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?
72. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে- যা ছিল নিম্নরূপ: “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।” ‒ এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল?
73. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
74. কেন্দ্রীয় শহীদ মিনার এর স্থপতি -
75. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?
76. প্রস্তাবিত মেট্টোরেল এর জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়?
77. পরিবেশ রক্ষার কাজ করে কোনটি?
78. সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী রাস্ট্রপতির অনুপুস্থিতিতে স্পিকার তাঁর দায়িত্ব পালন করে থাকেন?
79. আলুটিলা কোথায় অবস্থিত??
80. বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোনটি কে?
81. মহিলা বিশ্বকাপ ক্রিকেট ২০১৩ সালে কোন দেশে অনুষ্ঠিত হবে?
82. Hubble Telescope এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারীগনকে মহাশূণ্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?
83.  ২১ তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে-
84. “যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।” ‒ এটি কার উক্তি?
85. ‘হারারে’- এর পুরাতন নাম -
86. পেট্রোনাস টাওয়ার কোথায় অবস্থিত?
87. League of Arab states(আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
88. উত্তর আমেরিকার অধিবাসীদের বলা হয়-
89.  ‘লৌহ মানব’ হিসেবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধান মন্ত্রী মারগারেট থ্যাচার মৃত্যুবরণ করেন কোন তারিখে?
90. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
91. Food and Agricultural Organisation-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
92. ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
93. ২০১০ সালের ব্যর্থ রাষ্ট্রের তালিকায় শীর্ষস্থানে কোন দেশ?
94. কোন উমাইয়া খলিফার যুগে মুসলমানেরা স্পেন জয় করে?
95. কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান?
96. ২০১৫ সালে ১৭ তম ন্যাম(NAM) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
97. প্রথম টেস্ট টিউব শিশুর নাম কি?
98. আয়তনের দিক দিয়ে কোন শহর সবচেয়ে বড়?
99. Eden park কোথায় অবস্থিত??
100. বাঙালি জাতির আদি গোষ্ঠি-
101. ৩/২ এর শতকরা কত হবে?
102. ৭২ সংখ্যাটির কয়টি ভাজক আছে?
103. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৩ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭:২।৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
104. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
105. নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
106. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখার সংখ্যা-
107. ৩ দিনে একটি কাজের ১/১৮ অংশ শেষ হলে, ঐ কাজের ৪ গুন কাজ করতে কতদিন লাগবে?
108. যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুনফল যথাক্রমে 20 এবং 96 হয়,তবে সংখ্যা দুটির ব্যাস্থানুপাতিক যোগফল কত হবে?
109. শূন্য সংখ্যার আদি ধারণা কাদের ?
110. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
111. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ?
112. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
113. যদি x^2 + px + 6 = 0  এর মূল দুটি সমান হয় এবং p
114. যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
115. রহিম,করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15,6 এবং 10 দিনে।তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
116. Synonym of - EXTRICATE
117. Who is the author of 'A Farewell to Arms'?
118. What is the meaning of the expression “bottom of my heart”?
119. Choose the best alternative to the selected text Your courage is "as great as any other person" in defending your country.
120. When they had their first child, they put _ a large sum for his education.
121. Each of the following idioms is followed by some alternatives. choose the one which best expresses its meaning:-To keep one\'s head-
122. \'Botany\' is to \'plants\' as \'Zoology is to__.
123. I enjoy —— out for field work.
124. \'Maiden speech\' means .
125. Just now he ___ his dinner but he says he\'ll see you when he\'s finished.
126. Choose the similar relationships like given: Heart::Human
127. Should petrol taxes be raised ___ protect the environment?
128. The adjective of ‘rigidity’ is ------.
129. He died--- diarrhoea
130. \'Protagonist\' indicates_
131. Where is the --- post office?
132.  The horror movie scared them out of their-
133. He should be alive ...... the consequences of his wrong doings ?
134. The idiom ‘put up with’ means –
135. The house needs a new ----- of paint?
136. Synonym of - VENT
137. After making ______ remarks to the President, the reporter was not invited to return to the White House pressroom.
138. They were charged____receiving stolen goods.
139. Beasts move at----in the forest.
140. To ‒ the arrival of spring, Bangladesh Television ‒ a special function.
141. One who is well versed in the science of female ailments ?
142.  You have to come back at any------
143. The police is looking ........ the case.
144. The price of rice are _.
145. Antonym of - ERUDITE
146. Our annual sports came --yesterday.
147. Which one of the following is singular?
148. One who unduly forwards in rendering services for others is not generally liked in society- Which of the following words represents truly the character of the person mentioned here?
149. Antonym of - MINOR
150. Select the correctly spelled out words
151. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
152. সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে-
153. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
154. ‘Greenland’ belongs to which country?
155. আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি ?
156. কোনটি দ্বীপ রাষ্ট্র নয়?
157. নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান দেশভুক্ত নয়?
158. গ্রানাইডের শহর বলা হয়—
159. সোয়াত উপত্যকা কোন দেশে?
160.  অশ্ব অক্ষাংশ বলা হয় -  
161. When you boot a computer you are -
162.   A person who uses his or her expertise to gain access to other people’s computers to get information illegally or do damage is called a:
163. বাংলাদেশে প্রথম কম্পিউটার বিষয়ক পত্রিকার নাম -
164. বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম কি?
165. বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য কি টাইপ করতে হয় ?
166. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?
167. কোনটি মৌলিক একক ?
168. মডেম এর মধ্যে যা থাকে তা হলো –
169. What is a ‘cookie’?
170. All CDMA based technologies, 2G and 3G (third-generation), have _______ handovers.
171. MS PowerPoint is an example of which one of the following?
172. ৮ টি বিট নিয়ে গঠিত কোনটি ?
173. 'Palmtop' is a kind of-
174. IBM এর পুর্ন নাম কি ?
175. সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন-
176. ললিত ৮ কি.মি. পূর্বদিকে গেল এবং দক্ষিনপশ্চিম দিকে ঘুরলো ও ৮ কি.মি. গেল। এরপর সে উত্তর পশ্চিম দিকে ঘুরে ৮কি. মি. গেল। এখন সে যাত্রা শুরুর স্থান থেকে কোন দিকে আছে?
177. ২০১০ সালের ১লা জানুয়ারী শুক্রবার ছিল। ৩১ ডিসেম্বর কি বার হবে?
178. কবির পূর্বদিকে মুখ করে ছিল। সে তার ডান দিকে ৪৫ ডিগ্রী কোণে ঘুরে দাড়ালো এবং ১৫ মিটার হাঁটলো। তারপর ১৮০ ডিগ্রী কোণে ঘুরে দাঁড়ালো এবং ৪০ মিটার হাঁটলো। যাত্রা শুরুর স্থান থেকে কবিরের বর্তমান অবস্থান কোন দিকে?
179. Of the four words below, three are alike in a certain way. Which is the one not like these three?
180. ‎9,36,81,144,__?what will be the next num?
181. সোনিয়া ১২ মিটার দক্ষিনে হেঁটেছিল, তারপর সে ১৪ মিটার হেঁটেছিল পূর্বদিকে। তারপর সে ১০ মিটার উত্তর দিকে হেঁটেছিল। তারপর ডানদিকে ঘুরল এবং ৬ মিটার হাঁটল। শুরু থেকে তার গন্তব্য স্থলের দূরত্ব কত?
182. আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল?
183. Underline the odd-man out.
184. রবি উত্তর দিকে হাটা শুরু করলো। উত্তর দিকে ১৫ মিটার যাবার পর দক্ষিণ দিকে ঘুরে গেলো। দক্ষিণ দিকে ২০ মিটার হাটলো এবং পূর্ব দিকে ঘুরে গেলো। পূর্ব দিকে ঘুরে সে ১০ মিটার হেঁটে আবার উত্তর দিকে ঘুরে গেলো। উত্তর দিকে ঘুরে সে ৫ মিটার হাঁটলো। রবি তাঁর যাত্রাস্থান থেকে কত মিটার দূরে এবং কোনদিকে অবস্থান করছে?
185. কোনটি আলাদা?
186. Cup is to coffee as bowl is to
187. আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি?  
188. পাঁচজন ব্যক্তি গোল হয়ে বসে কেন্দ্রের দিকে তাকিয়ে তাস খেলছে। মুকুন্দ রাজেশের বামদিকে। বিজয় হল অনল ও নাগেশের মাঝখানে এবং অনিলের ডানদিকে। কে তাহলে নাগেশের ডানদিকে বসে আছে?
189. Find the odd-man out.
190. কাজল দক্ষিণ দিকে হাঁটা শুরু করে ৫ মিটার হেঁটে তাঁর ডান দিকে ঘুরে গেলো এবং আরো ১৫ মিটার হাঁটলো। তাঁর পর বাম দিকে ঘুরে সে থেমে গেলো। যাত্রাস্থান থেকে কাজলের বর্তমান অবস্থান কোন দিকে?
191. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে-
192. সন্ত্রাসবাদ কিসের অন্তরায় হিসেবে কাজ করে?
193. সুশাসনের মানদন্ড হল-
194. সরকারের তৃতীয় অঙ্গ হল-
195. স্বৈরাচারের উৎপত্তি ঘটাতে সহায়তা করে নিচের কোনটির অভাব?
196. তরুন সম্প্রদায় মানসিকভবে অসুস্থ হলে নষ্ট হবে-
197. নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
198. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যার দায়িত্ব-
199. লালফিতার দৌরাত্ম অর্থ কি?
200. সামাজিক মূল্যবোধ হল –


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.


Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd