BCS Preliminary Previous Questions

Below is questions from previous BCS Preliminary Examincation. You might find incomplete or questions in wrong year. If you find so please leave a comment below or let us know at hello[at]bcsprep[dot]com. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control.

24th BCS

1. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষসংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত -
2. স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
3. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বারিত হয়?
4. ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?
5. ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-
6. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
7. MIGA কখন গঠিত হয়?
8. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
9. ‘হ্যারি পটার’ কী?
10. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?
11. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
12. নিচের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?
13. ‘ব্রেটন উড্‌স ইন্‌স্টিটিউট’ নিচের কোন সংস্থাকে বুঝায়?
14. প্রথম কোন শিশু ‘ইভ’ এর জন্ম-তারিখ কী?
15. ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে?
16. ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহিত করে?
17. মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-
18. রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে-
19. আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
20. পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
21. মাইট্রোকল্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
22. মূল নেই কোন উদ্ভিদের?
23. রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
24. ল্যাপটপ কী?
25. এসবেসটস কী?
26. পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
27. ১^২+৩^২+৫^২+ ------ +৩১^২ = কত?
28. এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
29. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তাঁর বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
30. কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
31. এক বাক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পর অবশিষ্ট ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে, তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত ?
32. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ ৫, ৬, ৭ মিটার। নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ত্রেফল কত?
33. ৯, ৩৬, ৮১, ১৪৪,............এর পরবর্তী সংখ্যাটি কত?
34. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
35. x+y=7 এবং xy=10 হলে (x-y)^2 এর মান কত?
36. 2x^2+x-15 এর উৎপাদক কোনটি?
37. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
38. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধটি উপন্যাস?
39. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
40. জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
41. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
42. ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কী?
43. উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
44. তুমি না বলেছিলে আগামীকাল আসবে? - এখানে ‘না’ এর ব্যবহার কী অর্থে?
45. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
46. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
47. কোনটি ঠিক?
48. কার মাথায় হাত বুলিয়েছে- এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
49. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
50. কোন প্রবন্ধটির রচয়িতা এস, ওয়াজেদ আলী?
51. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
52. “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।” বলেছেন-
53. অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
54. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
55. তুমি এতক্ষণ কী করেছ? - এ বাক্যে ‘কী’ কোন পদ?
56. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এ বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
57. There are ___ dangerous drivers.
58. I have read the book ___ you lent me.
59. Water boils ___ you heat it to 100 Centigrade.
60. Tell me ___ that.
61. I opened the door as soon as I ____ the bell.
62. I am looking for someone who ____ play the piano.
63. Don\'t make a noise while your father ____.
64. As the sun ___, I decided to go out.
65. He gave up ____ football when be got married.
66. I have ____ interest in the matter.
67. ____ is not the only thing that tourists want to see.
68. Just now he ___ his dinner but he says he\'ll see you when he\'s finished.
69. The children were entrusted ____ the care of their uncle.
70. He parted ___ his friends in tears.
71. \"I\'ll have a cup of tea,\" my father said, \"because I\'m not hungry.\" Which of the following sentences is the correct indirect speech?
72. The expression \'Lingua France\' means:
73. Choose the correct meaning: He raised his eyebrow at my exploration.
74. 'Razzmatazz' means:
75. The antonym for \'Recalcitrant\'-
76. The synonym for \'Obdurate\'-
77. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করা হয়?
78. জিয়া সারকারখানায় উৎপাদিত সারের নাম কী?
79. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
80. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
81. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
82. ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ সংবিদানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
83. প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
84. স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
85. বাংলাদেশের সর্বপ্রথম যাদুঘর কোনটি?
86. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.

Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd