BCS Preliminary Previous Questions

Below is questions from previous BCS Preliminary Examincation. You might find incomplete or questions in wrong year. If you find so please leave a comment below or let us know at hello[at]bcsprep[dot]com. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control.

21st BCS

1. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
2. এনজিওপ্লাস্টি হচ্ছে-
3. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?
4. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
5. No one can - that he is clever.
6. He divided the money - the two children .
7. If we want concrete proof, we are looking for - .
8. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
9. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
10. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী –
11. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
12. জাতীয় সংসদ ভবন এর স্থপতি -
13. G-77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
14. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
15. আইফেল টাওয়ার অবস্থিত কোথায়?
16. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
17. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
18. কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল?
19. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
20. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
21. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
22. ‘কবর’ নাটক কার রচনা?
23. ‘চাঁদের হাট’ অর্থ কী?
24. কোন বানানটি শুদ্ধ?
25. ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
26. ক্রিয়াপদ ‒
27. কোনটি অনুজ্ঞা?
28. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?
29. কোন বানানটি শুদ্ধ?
30. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
31. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
32. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলেছেন?
33. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
34. কোনটি কাব্যগ্রন্থ?
35. কোনটি নাটক?
36. ‘আবোল-তাবোল’ কার লেখা?
37. Eager:Indifferent
38. Lengthen : Prolong
39. Delay : Retard
40. Submissive : Disobedient
41. He fantasized ‒ winning the lottery
42. The Parthenon is said ‒ erected in the Age of Pericles.
43. As they waited, Rahim argued against war ‒
44. The Olympic games were watched by ‒ billions of people all over the world.
45. The tree has been blown ‒ by the strong wind.
46. A reward has been announced for the employees who ‒ hard.
47. To ‒ the arrival of spring, Bangladesh Television ‒ a special function.
48. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে?
49. একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়ই খেলে?
50. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১, এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
51. ১,০০০ টাকা ক ও খ ১ ∶ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ ∶ ১ ∶ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
52. ৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
53. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
54. এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
55. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?
56. একজন চাকুরীজীবীর বেতনের ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাড়ি ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
57. বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার ক’টি?
58. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
59. প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
60. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
61. যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?
62. জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?
63. ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
64. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
65. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
66. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
67. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
68. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
69. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
70. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে?
71. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
72. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
73. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
74. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
75. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
76. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
77. ‘ড্রাই আইস’ (dry ice) হল‒
78. কম্পিউটার ভাইরাস হল‒
79. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
80. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒
81. মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
82. সার্কভুক্ত দেশ গুলোর মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
83. OPEC-ভুক্ত দেশ কয়টি?


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.

Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd