BCS Preliminary Previous Questions

Below is questions from previous BCS Preliminary Examincation. You might find incomplete or questions in wrong year. If you find so please leave a comment below or let us know at hello[at]bcsprep[dot]com. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control.

20th BCS

1. বর্তমানের জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
2. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
3. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীরউত্তম’ উপাধিতে ভূষিত করা হয়?
4. মুজিবনগর অবস্থিত –
5. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক –
6. \'ব্যাঙের সর্দি\'_ অর্থ কী?
7. \'পদ\' বলতে কি বোঝায়?
8. 'ক' ও খ এর মানের গড় ৯ এবং গ এর মান ১২ হলে, ক , খ, ও গ এর মানের গড় কত হবে?
9. জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন কয়টি
10. 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
11. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -
12. what is the meaning of the word 'euphemism'?
13. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
14. কোনটি চৌম্বক পদার্থ নয়?
15. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
16. বাংলার ১৯৮৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
17. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
18. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?
19. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
20. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে- যা ছিল নিম্নরূপ: “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।” ‒ এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল?
21. “যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।” ‒ এটি কার উক্তি?
22. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
23. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
24. সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
25. কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয় নি?
26. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) –এর একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে?
27. উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
28. কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
29. নিম্নলিখিত কোন আঞ্চলিক / আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
30. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
31. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
32. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
33. কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি?
34. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?
35. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
36. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
37. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
38. কম্পিউটার কে আবিষ্কার করেন?
39. বার্ষিক 9/2% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
40. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
41. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
42. x^2 + y^2 = 8 এবং xy = 7 হলে (x + y)^2 এর মান কত?
43. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
44. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
45. দুইটি সংখ্যার অনুপাত ৫ ∶ ৮, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
46. একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?
47. ‘ঠোঁট-কাটা’ বলতে কী বোঝায়?
48. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
49. কোনটি কাব্যগ্রন্থ?
50. নজরুল ইসলামের প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
51. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
52. কোনটি শামসুর রাহমানের রচনা?
53. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ ‒ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
54. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
55. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
56. ‘সংশপ্তক’ কার রচনা?
57. ‘নদী ও নারী’ কার রচনা?
58. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
59. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
60. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
61. ‘কাক ভূষণ্ডি’র অর্থ কী?
62. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. EXCITE : CALM
63. Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. DELAY : EXPEDITE
64. Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. ANARCHY : GOVERNMENT
65. Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. VACCINE : PREVENT
66. Choose the one word or phrase that best completes the sentence: ‒ glass is, for all practical purposes, a solid, its molecular structure is that of a liquid.
67. The intensive search was conducted by the detectives to locate those criminals who ‒ .
68. The intellectual can no longer be said to live ‒ the margins of society.
69. According to the conditions of my scholarship, after finishing my degree ‒ .
70. If a substance is cohesive, it tends to ‒ .
71. He stopped his car ‒ when the light turned red.
72. The influence of the technological revolution in ‒ and ‒ the concentration of wealth and power in the hands of the few should worry us all.
73. Few people would care to take the negative side of the proposition that the women of the world are ‒ and ‒.
74. Anger, even when it is ‒ has one virtue, it overcomes ‒.
75. The word ‘dilly-dally’ means:
76. The passive form of the sentence “some children were helping the wounded man” ‒
77. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়?
78. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
79. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
80. বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
81. চীনের ‘দ্বৈত অর্থনীতির’ ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত?
82. কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কী?
83. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
84. কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
85. আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদের হত্যা করেছে?
86. কোন বানাটি শুদ্ধ?
87. বাংলাদেশের জেলার সংখ্যা কত?


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.

Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd