BCS Preliminary Previous Questions

Below is questions from previous BCS Preliminary Examincation. You might find incomplete or questions in wrong year. If you find so please leave a comment below or let us know at hello[at]bcsprep[dot]com. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control.

19th BCS

1. কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ জমাট বাধায় ?
2. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
3. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
4. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
5. মানুষের / মানবদেহের প্রতিটি কোষে ক্রোমোজোমের সংখ্যা কত?
6. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
7. গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
8. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
9. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
10. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?
11. ADB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
12. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
13. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
14. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা -
15. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
16. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
17. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
18. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
19. বাংলাদেশের জাতীয় পাখি‒
20. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম?
21. ‘নাসা’ কোন দেশের সংস্থা?
22. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
23. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
24. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒
25. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
26. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
27. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?
28. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
29. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
30. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
31. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
32. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
33. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒
34. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
35. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
36. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒
37. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
38. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒
39. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
40. নেপালের পার্লামেন্টের নাম কী?
41. ভায়াগ্রা কী?
42. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.

Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd