BCS Preliminary Previous Questions

Below is questions from previous BCS Preliminary Examincation. You might find incomplete or questions in wrong year. If you find so please leave a comment below or let us know at hello[at]bcsprep[dot]com. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control.

15th BCS

1. বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
2. বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি?
3. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
4. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
5. ‘Pediatric’ relates to the treatment of:
6. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
7. ১ বর্গ ইঞ্চি কত বর্গ সে:মি সমান?
8. যে ভূমিতে ফসল জন্মায় না-
9. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
10. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
11. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
12. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
13. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
14. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
15. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?
16. The speaker failed to make the audience-to him patiently.-Which of the following is the best form of pronoun in the above sentence?
17. My uncle has three sons, ---- work in the same office.-which of the following is the best form of pronoun in the above sentence?
18. What is the meaning of the word ‘intrepid’?
19. What is the meaning of the expression ‘bottom line’?
20. The word ‘plurality’ means-
21. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?
22. বাংলাদেশে GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
23. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
24. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
25. ‘Club of Viena’ কী?
26. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
27. ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
28. কোনটি রক্তের কাজ নহে?
29. নিত্য ব্যবহার‌্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?
30. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
31. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
32. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে।মই এর অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-
33. (2+x)+3=3(x+2)হলে x এর সমান মান কত?
34. কোন সংখ্যাটি বৃহত্তম?
35. শুদ্ধ বানানটি নির্দেশ কর?
36. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
37. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-
38. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
39. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে?
40. `Bootleg’ means to-
41. Which of the following is a correct sentence?
42. The ‘poet laureate’ is-
43. Which of the following school of litarary writings is connected with a medical theory?
44. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
45. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?
46. বাংলাদেশে মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস –এর অংশ কত?
47. The United Nations University কোন শহরে অবস্থিত?
48. বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
49. League of Arab states(আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
50. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
51. বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর‌্য কি?
52. আল্ট্রাসনোগ্রাফী কী?
53. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
54. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি কার?
55. ‘প্রভাত চিন্তা’,‘নিভৃত চিন্তা’,‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
56. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
57. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
58. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল্ পার্থক্য-
59. Who of the following was both a poet and painter?
60. Are you doing anything special --- the week-end?
61. What is the synonym of ‘incredible’?
62. What is the antonym of ‘famous’?
63. plebiscite is a term related to
64. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?
65. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তিরিত করেন?
66. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
67. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
68. ১৯৯৬ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
69. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত?
70. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
71. a=1,b=-1,c=2,d=-2 হলে a-(-b)-(-c)-(-d) এর মান কত?
72. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
73. x+y-1=0,x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি -
74. পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র,P,Q,R এবং PQ=a,QR=b,RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
75. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
76. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
77. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
78. People always remember patriots -Which of the following is the best passive form of the above sentence?
79. Who wrote ‘Beauty is truth,truth is beauty’?
80. Many islands make up-
81. গঙ্গা-ব্রক্ষপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভূক্ত?
82. ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ-
83. আকাশ নীল দেখায় কেন?


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.

Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd