BCS Preliminary Previous Questions

Below is questions from previous BCS Preliminary Examincation. You might find incomplete or questions in wrong year. If you find so please leave a comment below or let us know at hello[at]bcsprep[dot]com. You will need javascript support in your browser(Don't worry, all the modern browsers have that support). The timing is upto you to control.

10th BCS

1. সংকর ধাতু পিতলের উপাদান ?
2. 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
3. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
4. \'Animal Farm\' was written by _.
5. .টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ-
6. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
7. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?
8. What is the meaning of \'White Elephant\'?
9. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-
10. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
11. প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি। কারণ_
12. পূর্বাশা দ্বীপের অপর নাম –
13. নবায়নযোগ্য শক্তির উৎস –
14. ক্রিয়াপদের মূল অংশকে বলে---
15. গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?
16. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল
17. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
18. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
19. IMF এর সদর দপ্তর কোথায়?
20. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ
21. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের নাট্যকার কে?
22. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে_
23. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?
24. I am not bad--- tennis.
25. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’ ?
26. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?
27. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত -
28. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় -
29. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত ?
30. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
31. পিএলও(PLO)-এর সদর দপ্তর হল -
32. সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় -
33. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে -
34. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম -
35. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল -
36. a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত ?
37. যদি (x-5)(a+x) = x2-25 হয়, তবে a এর মান কত ?
38. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?
39. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ কছরে সুদে-আসলে তিনগুণ হবে ?
40. (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ?
41. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ তাদের লসাগু ৯৬ হলে গ.সা.গু কত?
42. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?
43. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ?
44. কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে । যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?
45. নিচের কোন সংখ্যাটি মৌলিক
46. ত্রিভুজের একটি কোণ উহার অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি -
47. a+b+c= 0 হলে a^3+b^3+c^3 এর মান কত ?
48. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?
49. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
50. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে -
51. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ -
52. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে -
53. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় -
54. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা -
55. মাছ অক্সিজেন নেয় -
56. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল -
57. ‘রত্নাকর ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর -
58. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?
59. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
60. বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
61. কোনটি তদ্ভব শব্দ ?
62. বাংলায় কোরান শরিফের প্রথম অনুবাদক কে ?
63. শুদ্ধ বানান কোনটি ?
64. ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দু’টি বাংলা ভাষা গ্রহণ করেছে -
65. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত -
66. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয় ?
67. কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
68. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা -
69. ‘উভয়কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?
70. শুদ্ধ বাক্য কোনটি ?
71. Choose the correct alternative to correct the sentence. He ………. to see us if he had been able to do .
72. What is the synonym of competent ?
73. What is antonym of jovial ?
74. What is antonym of Gentle ?
75. Choose the correct answer. How long did you wait ?
76. Choose the correct sentence -
77. Choose the correct sentence -
78. Choose the correct sentence -
79. Choose the appropriate alternative to complete the sentence. He had a _______ of fever.
80. What kind of noun is girl ?
81. What kind noun is Cattle ?
82. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -
83. ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব’ কী জাতীয় ফলের নাম ?
84. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -
85. বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে -
86. পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?
87. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল -
88. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?
89. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -
90. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?
91. ‘কবর’ নাটক কার রচনা?
92. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা – (২০১২)
93. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় -
94. যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে -
95. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দী ছিল -
96. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?
97. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল হবে -
98. Who is author of India wins freedom ?


If you find the question inappropriate or want to suggest an answer or want to comment about it, Just leave a comment below. We will update accordingly. Like us on Facebook to be always updated with our site.

Share this page on Facebook. Press the Like button to like this page. Press the Share button if you want to share this page to your friends/page/groups on Facebook.



Leave your comments for this page:

Contact us | I cannot see Bangla | BCS Exam Structure | Contributors | Privacy Policy

Copyright 2013-2021 by BCSPrep.com

Follow us on Facebook Page @BCSPrep | Twitter @BCSPrepbd